ফেরদৌস নাহার

দেশ-বিদেশের স্যুভিনিয়র আর ফ্রিজের ম্যাগনেট সংগ্রহ করেন ফেরদৌস নাহার। ছবি আঁকেন, গান শোনেন, বøগিং করেন, কফিশপে ধোঁয়া আর ঘ্রাণে আড্ডার ঝড় তোলেন, নিজেকে পদ্য-গদ্যের শ্রমিক বলেন। কিন্তু সবকিছুর উপর এক বিশ্ব বোহেমিয়ান কবি আর চির তরুণের নাম ফেরদৌস নাহার। দুই বাংলা থেকে প্রকাশিত হয়েছে তার কবিতা, ভ্রমণ ও প্রবন্ধ গ্রন্থসমূহ।
মা: লুৎফুন নাহার
বাবা: অধ্যাপক ডা. আব্দুস সাত্তার
নেশা: দেশ-দেশান্তরে ঘুরে বাড়ানো ও বইপড়া।
পেশা: কম্পিউটার প্রশিক্ষক এবং লেখালিখি
প্রাতিষ্ঠানিক শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কানাডা থেকে কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম কোর্স
জন্ম: ৪ অক্টোবর, ঢাকা
শখ: নানা দেশের স্যুুভেনিয়র ও ফ্রিজ ম্যাগনেট সংগ্রহ করা। কফিশপে বসে বন্ধুদের সঙ্গে ম্যারাথন আড্ডা দেয়া বা বইপড়া। ইচ্ছে হলে উদ্দেশ্যহীন বোহিমিয়ান হয়ে বেরিয়ে পড়া। ছবি আঁকা। গান শোনা। মুভি দেখা।
প্রিয় বিষয়াদি: প্রিয় রং- সাদা, কালো, গাঢ় লাল ও নীল। প্রিয় শহর- আমেস্টার্ডাম, প্যারিস, টরন্টো, কলকাতা এবং ঢাকা। প্রিয় ব্যক্তিত্ব- চেগুয়েভারা, বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, অরুন্ধুতি রায় ও ঋতুপর্ণ ঘোষ। প্রিয় চিত্রশিল্পী- ভ্যান গঘ, সালভাদর দালি, ফ্রিদা কাহলো, টম থমসন ও জ্যাকসন পোলক। প্রিয় গান- উচ্চাঙ্গ ও রবীন্দ্র সংগীত।
ই-মেইল: ferdousnahar@yahoo.com
ফেরদৌস নাহার এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use